ফের করোনা পুজোয় মেতেছে মানুষ
নদিয়া: হঠাৎ করেই মানুষের মনে কুসংস্কার জেগে উঠলো করোনা নিয়ে। করোনা রোগ থেকে হয়ে গেল দেবী! ভয় থেকেই ভগবানের সৃষ্টি! এই কথা বিশ্বাস করে রোগ আটকাতে করোনা পুজো শুরু করেছে মানুষ।
করোনা পুজোয় মাতলেন কিছু অবাঙালী মানুষ। নদিয়া জেলার রানাঘাটে রেলের পূর্ব পারে হার্ভ এলাকার কিছু গৃহবধূ শুক্রবার রানাঘাট বড়বাজার ঘাটে সামিল হয়েছিলেন করোনা মোকাবিলায় পূজো করতে।
তাঁরা জানান, বিহার এলাকায় কেও স্বপ্ন দেখেছেন ৯টি লাড্ডু, ৯টি ফুল, পান দিয়ে সূর্য দেবতাকে খুশি করলেই এই রোগ থেকে নিস্তার মিলবে। তাঁরা এটাই বিশ্বাস করেন।
অনেকটা ছট পূজোর আয়োজন ছিল। পূজো দিতে আসা মহিলাদের মধ্যে থেকে এক ভক্ত জানান বিহারে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা জানতে পেরেছেন এই পূজোর রীতিনীতির বিষয়ে।
রানাঘাটের পাশাপাশি কাঁচরাপাড়াতেও একই চিত্র দেখা গেল। শুক্রবার কাঁচড়াপাড়ায় অগুনিত মহিলা এই করোনা পূজোয় মাতেন।