পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
ঘরে পিঁপড়ার উপদ্রব একটি সাধারণ সমস্যা। কিন্তু চিন্তা করার কিছু নেই। আমাদের রান্নাঘরেই এমন কিছু জিনিস আছে, যা দিয়ে খুব সহজেই পিঁপড়া তাড়ানো যায়।
কিছু সহজ উপায়:
* তেজপাতা: তেজপাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে ছড়িয়ে দিলে পিঁপড়া আর আসবে না।
* লবঙ্গ: চিনির কৌটোতে কয়েকটা লবঙ্গ রাখলে পিঁপড়া চিনি খেতে আসবে না। বইয়ের সেলফেও লবঙ্গ রাখতে পারেন।
* পুদিনা: পুদিনার গন্ধও পিঁপড়া পছন্দ করে না। পুদিনা পাতা বা পুদিনা তেল দিয়ে ঘর মোছলে পিঁপড়া দূরে থাকবে।
* নিমপাতা: নিমপাতা বাটা জলে মিশিয়ে ঘর মোছলে পিঁপড়া ছাড়াও মশা-মাছি দূর হবে।
* কর্পূর: ঘরের গর্তে কর্পূর ফেলে দিলে পিঁপড়ার আনাগোনা কমে যাবে।
* সরষের তেল: ঘর মোছার জলে সরষের তেল মিশিয়ে নিন। এটিও পিঁপড়া তাড়াতে কার্যকরী।
মনে রাখবেন: এই উপায়গুলো ব্যবহার করার সময় সাবধান থাকুন, বিশেষ করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে। এই সহজ উপায়গুলো ব্যবহার করে আপনি ঘর থেকে পিঁপড়া দূরে রাখতে পারবেন।