করোনা আবহে চিকিৎসকের রহস্য মৃত্যু

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নদিয়া: করোনা আবহে এক চিকিৎসকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ভাড়া বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ডাক্তারের নাম অর্ণব ঘোষ। বাড়ি, মুর্শিদাবাদের বহরমপুর শহরে।

পেশায় দন্ত চিকিৎসক ছিলেন তিনি। চাকরি করতেন নদিয়ার বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে। ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপ ও হাইপার টেনশনের মতো অসুখে ভুগতেন তিনি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

রোজকার মতো বুধবার রাতেও হাসপাতালে ডিউটি সেরে ভাড়া বাড়িতে ফিরেছিলেন অর্ণব। বৃহস্পতিবার সকালে পরিচারিকা এসে কলিং বেল বাজান। কিন্ত দরজা খোলেননি তিনি। সন্দেহ হওয়ায় আশেপাশের লোকজনকে ডাকেন পরিচারিকা। বাইরে থেকে ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শেষপর্যন্ত দরজা ভেঙে বাড়িতে ঢোকেন তারা। ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সহকর্মীর অকালমৃত্যুতে শোকাহত বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে অন্য় চিকিৎসকরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment