১৫ বছরের এক কিশোর, কৃষ্ণ কুমার, পেটে তীব্র যন্ত্রণা নিয়ে বিহারের একটি হাসপাতালে গিয়েছিল চিকিৎসা করাতে। কিন্তু সেখানে এক চিকিৎসক জানান, তার গলব্লাডারের অস্ত্রোপচার জরুরি।
অভিযোগ, পরিবারের সম্মতি ছাড়াই সেই চিকিৎসক ও তাঁর সহকারীরা ইউটিউব ভিডিও দেখে কিশোরের গলব্লাডার অপারেশন করেন। কিন্তু অপারেশনের পরেই কৃষ্ণর অবস্থা খারাপ হতে শুরু করে। তাকে অন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হলেও, রাস্তায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে ওই চিকিৎসক, অজিত কুমার পুরি, ও তার সহকারীরা পলাতক। কৃষ্ণর পরিবারের অভিযোগ, অজিত প্রকৃত চিকিৎসক নন এবং তার সব শংসাপত্র ভুয়ো। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।