ভাইফোঁটার মিষ্টিতেও করোনা সতর্কতা, অভিনব উপায়ে প্রচার বিক্রেতার

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ভাইফোঁটার মিষ্টিতেও করোনা সতর্কতা, অভিনব উপায়ে প্রচার বিক্রেতার

হাওড়া: সুস্থ থাকাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ জয় করতে ভাইফোঁটার মিষ্টিতে এবার করোনা সতর্কতা | বোনেরা এবারে বাইরে কাজে কর্মে ঘুরে বেরোনো ভাইদের সতর্ক করবেন মিষ্টিমুখে। হাওড়া সালকিয়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক তৈরি করেছেন করোনা সতর্কতামূলক মিষ্টি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মিষ্টিতেই প্রচার করা হচ্ছে সরকারি বা চিকিৎসকদের বার্তা ফুটে উঠবে ভাইফোঁটার মিষ্টিতে | কোথাও লেখা থাকবে মাস্ক পরুন, তো কোথাও আবার ঘরে থাকুন সুস্থ থাকুন, এমনকি কোথাও আবার লেখা আছে সময় সময় হাত ধুয়ে ফেলুন সুস্থ থাকুন |

ভাইদের প্রতি বোনেদের এই বার্তা সব সময় মুখে বললেও অনেকে শোনেন, আবার অনেকে শোনেন না | তবে ভাইদের সুস্থতা কামনার এই উৎসব পর্বে মিষ্টি মুখেই সেই বার্তা পৌঁছবে এবার ঘরে ঘরে| খবর নিতে গিয়ে দেখা গেল সন্দেশের ওপর হট চকোলেট দিয়ে লেখা থাকবে করোনা সংক্রান্ত সতর্কবার্তা|

মিষ্টির দোকানে কর্ণধার অসীম কুমার দাস জানান, “করোনা আবহে সবাই যখন আমরা সুস্থ থাকার লড়াই করছি তাই এই বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতেই এটাই সব থেকে ভালো সময় বলে মনে করলাম এবং তার জন্যই এই বিশেষ মিষ্টি তৈরি করা হয়েছে, বিভিন্ন সাইজ ও বিভিন্ন মূল্যে পাওয়া যাবে এই বিশেষ সন্দেশ |”

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment