Dattapukur local
লড়াই ২৪ : উত্তরবঙ্গের দুর্ঘটনার দৃশ্য এখনো মানুষকে স্তম্ভিত করছে ।এরমধ্যেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন দত্তপুকুর লোকাল। শিয়িলধহ-বনগাঁ শাখায় রবিবার ৫.৩০ মিনিটের ডাউন ট্রেনটি বামনগাছি স্টেশন ছেড়ে বারাসাতে আসার সময় ট্রেনের চালক প্রচন্ড শব্দ শুনতে পায়।
বারাসাতে কন্ট্রোল অফিসে জানায় ট্রেনের চালক। এরমধ্যেই লাইনের পাশে থাকা লোকজন শব্দ শুনে বেড়িয়ে আসে।
পরে রেল কর্মীরা ঘটনাস্থলে এসে লাইন পর্যবেক্ষণ করে দেখে লাইনে ফিসপ্লেট ভাঙা। তড়িঘড়ি ফিসপ্লেট লাগিয়ে পরীক্ষা মূলক ভাবে টাওয়ার ভ্যান চালানো হয়। ঘটনায় কয়েকটি ট্রেনের সময় সূচি বদলানো হয় ।
Dattapukur local