করোনা আবহে চাষবাসে বিরাট ক্ষতি, পথ দেখাচ্ছে ড্রাগন ফ্রুট চাষ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

করোনা আবহে চাষবাসে বিরাট ক্ষতি, পথ দেখাচ্ছে ড্রাগন ফ্রুট চাষ

দক্ষিণ দিনাজপুর, জয়দীপ মৈত্র: করোনা আবহে চলতে থাকা লকডাউনের মাঝেও ড্রাগন ফুট চাষ করে লাভের পথ দেখাচ্ছেন বংশিহারী ব্লকের কৃষকেরা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

লকডাউনের মাঝে চিরাচরিত ধান গম,পাট, আলু চাষ করে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এদিকে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে বংশিহারী ব্লকের বদলপুর, রহিমপুর,কুশুম্বা সহ একাধিক এলাকায় কৃষকেরা ড্রাগন ফুট চাষের দিকে ঝুকছেন।

মূলত পাশ্চাত্য দেশ মেক্সিকো, থাইল্যান্ডসহ অন্যান্য জায়গায় ড্রাগন ফ্রুট চাষ হলেও বর্তমানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগণ ফ্রুটের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে।
কৃষকরা জানান জেলার উৎপন্ন ড্রাগন ফুট পৌঁছে যায় ভিন রাজ্যগুলিতে।

একদিকে যখন করোনা আবহে লকডাউনের জেরে চিরাচরিত ফসল চাষে অধিক ক্ষতির আশঙ্কায় চিন্তিত জেলার অন্যান্য কৃষকেরা, সেই জায়গায় বিকল্প চাষ হিসাবে অধিক মুনাফা লাভের পথ দেখাচ্ছেন বংশিহারী ব্লকের ড্রাগন ফুট চাষীরা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment