কলকাতা – দিন হোক বা রাত, জানলা- দরজা খলার উপায় নেই, খুললেই একঝাক রক্ত চোষার দল ঘরে ঢুকে যাচ্ছে। আর তাতেই অতিস্ট এলাকাবাসী।
বিমানবন্দর-গড়িয়া মেট্রো লাইনের নির্মাণ কাজ চলার জন্য বন্ধ জল নিকাশী নালা । আর তাতেই অসুবিধায় পড়তে হচ্ছে কেবি-কেসি, এফএফ, ইই, সহ সনলগ্ন অনন্যা ব্লক গুলিকেও।
এলাকাবাসীর কথায়, ” এই নালা এখন মশাদের প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে”।