বড়োসড়ো পরিবর্তন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মে,জেনে নিন নিয়মগুলি
বড়োসড়ো পরিবর্তন আসছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মে। কেন্দ্রীয় মোটর ভেহিকল আইন সংশোধন করে নিয়ে আসতে চলেছে নতুন নিয়ম। আর নতুন নিয়মের প্রস্তাবনায় করোনা কালে দেশের বাইরে আটকে থাকা নাগরিকদের জন্য নেওয়া হয়েছে নতুন উদ্যোগ।
1.নতুন নিয়মে এবার থেকে বিদেশে থাকা ভারতীয়রাও অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের লাইসেন্স রিনিউ করতে পারবেন।সরকারের এই নতুন নিয়ম সংশোধনের ফলে বিদেশে আটকে থাকা নাগরিকদের সুবিধা হবে।
2. যেসব নাগরিকদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পথে বা শেষ হয়ে গেছে তারা চাইলে ভারতীয় দূতাবাসের ওয়েব পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই। তারপর তাদের আবেদন পাঠিয়ে দেওয়া হবে সরাসরি আরটিও-অফিসে।
3. বিদেশে থাকা নাগরিকদের নতুন লাইসেন্সের পারমিটের জন্য দিতে হবে বৈধ মেডিকেল সার্টিফিকেট ও ভিসার বিবরণ। তবে যাদের লাইসেন্স এখনও এক্টিভ আছে তাদের মেডিকেল সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই।
সরকারের এই নতুন নিয়মে বিদেশে থাকাকালিন নিজের ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন।