Mamata Banerjee

কোন কোন প্রকল্প থাকছে এবারের দুয়ারে সরকারে ? জেনে নিন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

duare sarkar camp list 2022

লড়াই ২৪ : রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ আগামী বছরের জানুয়ারির শুরুতেই শুরু হবে। নবান্ন এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে কি কি প্রকল্প থাকছে তার বিস্তারিত গাইড লাইন দিয়ে নির্দেশিকা জারি করল। কয়েকটি নতুন প্রকল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

নতুন প্রকল্প হিসেবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড,আর্টিশন ক্রেডিট কার্ড ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এক নজরে দেখে নিন যাক কোন কোন প্রকল্প থাকছে।

এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, রুপশ্রী, কন্যাশ্রী, মানবিক, লক্ষ্মীর ভান্ডার, জয় জোহার, কৃষক বন্ধু, কিষান ক্রেডিট কার্ড,১০০ দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাংকিং সংক্রান্ত বিষয় (বিশেষত আধারের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করে দেওয়া),আধার সংক্রান্ত সমস্ত কাজ, মিউটেশন সংক্রান্ত কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পাবে রাজ্যবাসী।

ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে ক্যাম্প করে করে এই প্রকল্প করতে হবে। সরকারি আধিকারিকরাই শুধুমাত্র এই প্রকল্পের কাজ করতে পারবেন। অন্যদিকে নবান্ন সূত্রে খবর এবারের দুয়ারে সরকার শিবিরে কারিগরি শিক্ষা দপ্তরের “আমার কর্মদিশা” নামে একটি অ্যাপ কে যুক্ত করা হবে।

duare sarkar camp list 2022

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment