Dudh Doi GST: দুধ, দই, পনিরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার আশা ভাঙল। সংসদে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিল যে এখনই ১২% জিএসটি স্ল্যাব তুলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। অর্থাৎ, আপাতত মিলবে না সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর।
সোমবার, ২১শে জুলাই লোকসভায় এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) হারে কোনও তাৎক্ষণিক পরিবর্তনের সম্ভাবনা নেই। তিনি জানান, এই হার নির্ধারণ হয় জিএসটি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে।
সম্প্রতি এমন খবর সামনে এসেছিল যে, জিএসটি কাউন্সিলের গঠিত মন্ত্রীদের গোষ্ঠী (জি.ও.এম) ১২% স্ল্যাব তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই জল্পনায় একপ্রকার জল ঢেলে দিয়েছে। মন্ত্রীর সাফ বক্তব্য, এখনও পর্যন্ত জি.ও.এম কোনও প্রতিবেদন জমা দেয়নি। ফলে কর কমানোর প্রশ্নই ওঠে না।
পশ্চিমবঙ্গে জমির রেজিস্ট্রেশন ২০২৫: এখন সম্পূর্ণ ক্যাশলেস ও অনলাইন সুবিধা
চৌধুরী আরও জানান, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৫তম জিএসটি কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জিএসটি হার যৌক্তিক করার জন্য একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করা হবে। সেই অনুযায়ী জিওএম কাজ করছে ঠিকই, কিন্তু এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
উজ্জ্বল রমন সিংহ নামে এলাহাবাদ কেন্দ্রের এক সাংসদের প্রশ্নের উত্তরে এই লিখিত বিবৃতি দেন অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, জিএসটি হার পরিবর্তনের বিষয়টি একান্তভাবে জিএসটি কাউন্সিলের উপর নির্ভর করে, যেখানে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
এই অবস্থায় ১২% জিএসটি হার বহাল থাকায় দুধ, দই, পনিরের মতো গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ফলে খাদ্যপণ্যে চাপ কমার অপেক্ষায় থাকা সাধারণ মানুষকে আরও কিছুদিন অন্তত নিরাশ হয়েই থাকতে হবে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন