বান্ধবীর সঙ্গে অশান্তির জেরে মুখে চকলেট বোম ভরে আত্মহত্যার পথ বাছলেন প্রেমিক
মুম্বাই: প্রেমের সম্পর্কে অশান্তি। সেখান থেকে বান্ধবীকে ছুরির আঘাতে খুনের চেষ্টা। তবে, এখানেই শেষ নয়, নিজেকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে মুখে ভরে নিলেন সুতলি বোম। বিস্ফোরণে মুখ ছিন্নভিন্ন হয়ে আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সচিন চৌহান নামক এক ব্যক্তি।
ঘটনাস্থল মুম্বই। পেশায় ড্রাইভার, ৫৫ বছর বয়সি সচিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর বান্ধবীর। ওই ব্যক্তির বান্ধবী তিন সন্তান ও মায়ের সঙ্গে থাকেন পূর্ব মালাড অঞ্চলে।
সামাজিক স্বীকৃতি নেই, তাই এই সম্পর্ক নিয়ে দীর্ঘদিন অশান্তি ছিল সচিনের বান্ধবীর পরিবারে। সচিনের যাতায়াত থাকলেও তাঁর বান্ধবীর ৮০ বছরের বৃদ্ধা মা সম্প্রতি তাঁকে ওই বাড়িতে যেতে নাও করেন। আর এখান থেকেই অশান্তি বাড়তে থাকে।সচিনের বান্ধবী তাঁর থেকে বয়সে তিন বছরের বড়। তিনি আন্ধেরিতে রান্নার কাজ করতেন। অবশেষে রবিবার সচিনের বাড়ি থেকে যখন তিনি বের হবেন তখন দুজনের ঝগড়া লাগে।
ঝগড়া চরমে উঠতে ওই মহিলাকে ছুরি নিয়ে তাড়া করেন সচিন। তাঁকে আহত করেই সে থামেনি। নিজের মুখে সুতলি বোম ভরে আগুন ভরে দেন। মুহূর্তে জ্বলে যায় তাঁর মুখ।
স্থানীয় পুলিশ খবর পেয়ে দুজনকেই কুপার হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর দুজনের অবস্থাই আশঙ্কাজনক।