সম্পাদেকর কলমে: আরজি করে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর থেকে একদল মানুষ সোচ্চার হয়ে পথে নেমেছেন। নিঃসন্দেহে দোষী বা দোষীদের শাস্তি হওয়া জরুরি। ঘটনার সর্বোচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। আইন ও ভারতীয় সংবিধানের উপর ভরসা রাখা মানুষেরা নিশ্চিত হতে পারেন, দোষী শাস্তি পাবেন। এর মধ্যেই একদল মানুষ দাবি করছেন, পুজো বন্ধ করার। যা দেখে একটাই প্রশ্ন মাথায় আসে, ‘পুজো কারও বাপের নাকি?’
পুজো মানে কী? এই সহজ কথাটার উত্তর হিসেবে যারা বেলেল্লাপনা, বা চার দিন কলকাতার বাইরে ঘুরতে যাওয়া বোঝেন, তাঁরা পুজো বন্ধের দাবি করতেই পারেন। কিন্তু বাকিদের মাথা ঠিক আছে তো? বিচার-বুদ্ধি কি পুরো লোপাট হয়েছে?
শাস্ত্র, ধর্মের কথা বললে বলতে হয়, আপনারা চাইছেন, অসুর বিনাশী এক মহামায়ার পুজো বাদ হোক? নারীরাই প্রতিবাদী, আর সেই প্রতিবাদী জগৎমাতার পুজো বাতিল করে আপনারা কি প্রমাণ করতে চান?
এরপর আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, রুজি ও রুটি। রুটি মানে জানা আছে কি? একেবারেই সাদাসিধে খাওয়ার রুটি। আপনাদের সাহস হল কি করে মানুষের পেটে লাথি মেরে রুটি কেড়ে নেওয়ার। একটা দুর্গা পুজোর জন্য কত লক্ষ ব্যবসায়ী পরিবার, ছোট দোকানদার, ঠেলাওয়ালারা অপেক্ষা করে থাকেন জানা আছে কি? পুজো মানে তাঁদের কাছে ঠাকুর দেখতে বেরোনো নয়, পুজো তাঁদের কাছে রুজি ও রুটি। কত ছোট দোকানদার এখন থেকেই পুজোর জন্য জিনিস দোকানে তুলতে শুরু করেছেন, পুজো না হলে তাদের যে সর্বোপরি হাজার হাজার টাকার ক্ষতি হবে? সেই টাকা দেবে কোন রাজনৈতিক দাদা? মাথাটা খুলুন, বুদ্ধিটা বেচে দেবেন না। পুজোতে রাজ্যের অর্থনীতি কতটা চাঙ্গা হয়, তার বিন্দুমাত্র ধারণা তো আপনারও থাকা জরুরি।
সর্বোপরি দোষীর ফাঁসি হোক, আমরাও চাই। আইন আইনের পথে চলুক, আপনি তাতে নাক গলাতে যাবেন না প্লিজ!