কলকাতা: আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ” ক্লাবগুলোকে অনুরোধ করব আপনাদের পাড়াকে আপনারাই ভালো রাখুন ৷ সবাই যেন মাস্ক পরে ৷ পুজো আসছে তো! পুজোগুলো করতে হবে তো ! যদি পুজো করতে হয় এখন থেকে ঠিক থাকতে হবে ৷”
মুখ্যমন্ত্রীর কথা শোনার পরেই গাইডলাইন তৈরি করলেন পুজো উদ্যোক্তারা। বলা হয়েছে, ১) পুজো করতে হবে ছোট করে। প্রতিমা বা মণ্ডপ খুব বড় করা যাবে না। ২) পুজোয় কোনও চমক রাখা যাবে না। পুজো হবে সাদামাঠা। ৩) মণ্ডপ চত্বরে প্রবেশদ্বারে থাকবে থার্মাল স্ক্যানার। গায়ে জ্বর থাকলে ঢুকতে দেওয়া হবে না মণ্ডপে। ৪) মণ্ডপশিল্পীদের স্বাস্থ্যের দায়িত্ব পুজো কমিটির।
দর্শকদের ১) মাস্ক পরা বাধ্যতামূলক। ২) ঠাকুর দেখতে পাবেন দিনের বেলাও। ৩) স্টলে বসে খাওয়া চলবে না।