Duttapukur Incident: ১৬ দিন পর মিলল কাটা মুণ্ডু, বামনগাছি স্টেশনের পাশ থেকেই উদ্ধার

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Duttapukur Incident, বামনগাছি: দত্তপুকুর খুন কাণ্ডের পর ১৬ দিন পর মিলল কাটা মুণ্ডুর খোঁজ। বামনগাছি স্টেশন সংলগ্ন একটি জলাজমিতে মুণ্ডুর খোঁজ চলছে। উল্লেখ্য, ত্রিকোণ প্রেম ও ৪০০ গ্রাম সোনার গয়নার লোভেই এই খুন বলে দাবি করা হচ্ছে। যদিও গোটা বিষয়টি নিয়ে পুলিশ নিশ্চিত কিছু জানায়নি।

পুলিশ সূত্রে জানা আরও গিয়েছে, হজরত খুনে ধৃত জলিল, ওবায়দুল সকলে মিলে হাওড়া, হুগলি, উত্তরপাড়া, বেলঘড়িয়া, বরানগর এলাকায় চুরি, ছিনতাই ডাকাতি করত। তিনজনই বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল। জলিল ও ওবায়দুলের সন্দেহ ছিল, কোনও চুরি বা ছিনতাইয়ের ঘটনায় দলের মধ্যে থেকেই পুলিশের ‘চর’ হিসেবে কাজ করেছিল হজরত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তার সাহায্য নিয়ে পুলিশ গ্রেপ্তারিতে সাফল্য পায়। এরপর থেকেই তার উপর নজর রাখতে শুরু করে দলের অন্যান্য সদস্যরা। তার মধ্যে চুরি করা ৪০ গ্রাম সোনার ভাগাভাগি নিয়ে হজরতের সঙ্গে জলিলের ঝামেলা হয়। আর তা থেকে নৃশংস হত্যাকাণ্ড বলে জানতে পেরেছে পুলিশ। Duttapukur Incident

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment