e-scooter
লড়াই ২৪ : বাজারে এল ই-স্কুটার, পেট্রোল পাম্পেও যেতে হবে না আপনাকে। সাইকেলে প্যাডেল করার দিন শেষ হল।
আপনি রোজ কর্মক্ষেত্রে পাবলিক ট্রান্সফোর্টে চেপে যাচ্ছেন ? । এবার আর চিন্তা নেই। ৩৬ হাজার টাকায় ভারতের বাজারে এল ই-স্কুটার। ফলে পেট্রোল পাম্পে যাওয়ার ঝামেলা নেই। পকেটেও চাপ পড়বে না। তা হলে আর সাইকেলে প্যাডেল করবেন কেন। কম খরচে আমরামদায়ক সফর করুন।
ভারতে ইলেকট্রিক স্টার্ট-আপ বাউন্স তাদের ই-স্কুটার ইনফিনিটি লঞ্চ করেছে। এই স্কুটারের এক্স-শোরুম প্রাইজ ৩৬ হাজার টাকা। তবে এখানে একটা ব্যাপার আছে। এই দামে আপনি শুধুই স্কুটার পাবেন। ব্যাটারি কিনতে হলে আরও কিছুটা দাম দিতে হবে ক্রেতাকে।
আপনাকে ব্যাটারি সমেত এই স্কুটার কিনতে হলে দিতে হবে ৬৮,৯৯৯ টাকা। তবে আপনি স্রেফ ৪৯৯ টাকা দিয়ে এই স্কুটার বুক করতে পারবেন। বাউন্স এই স্কুটারের টেস্ট ড্রাইভ শুরু করবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। তবে বুকিং শুরু হয়ে গিয়েছে।
এই স্কুটার ২০২২ সালের মার্চ মাস নাগাদ ক্রেতারা ডেলিভারি পাবেন। আপাতত পাঁচটি রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার গ্রাহকরা ব্যাটারি সমেত বা ব্যাটারি ছাড়া কেনার সুযোগ পাবেন। ২ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলবে এই স্কুটার। কেউ চাইলে অন্য কোথাও থেকে ব্যাটারি কিনে নিতে পারেন। রাজস্থানে একটি প্লান্টে এই স্কুটারের উত্পাদন শুরু হয়ে গিয়েছে।
e-scooter