দিসপুর: শনিবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম৷ এ দিন ভোর ৫টা ২৬ মিনিটে ভূমিকম্প হয় অসমে৷
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫৷ কম্পনের জেরে আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন৷ তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই৷
জুলাই মাসেও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে অসমে৷ গত ২৪ জুলাই ৩.৫ রিখটার স্কেল কেঁপে ওঠে অসমের কার্বি আংলং জেলা৷ সকাল ১১টায় হওয়া ভূমিকম্পের এপিসেন্টার ছিল তেজপুরে থেকে ৫৮ কিমি দক্ষিণে৷
আরও পড়ুন- শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত ২৬ হাজার, মৃত ৯০০
২০২০ সালের এপ্রিল মাসের দিল্লির আসেপাশে ১৮টি মৃদু ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ কোনও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভূমিকম্পের ফলে জানা গিয়েছে, একের পর এক বাড়িতে বড় ফাটলের পাশাপাশি রাস্তাতেও বড়বড় ফাটল হয়েছে।