আম্ফানের পরেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একাধিক রাজ্য

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নয়াদিল্লি: পরপর দু’বার কেঁপে উঠল মাটি। জোড়া ভূমিকম্পে আতঙ্ক ছড়াল মণিপুরে। এই কম্পন হয়েছে অসম, মিজোরামেও। মেঘালয়, নাগাল্যেন্ডেও এই কম্পন অনুভূত হয়েছে।

মণিপুরের কাকচিং থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এদিনের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোগ্রাফি এই তথ্য জানিয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

প্রথম ভূমিকম্পের পর দ্বিতীয় কম্পন অনুভূত হয় তার কিছুক্ষণ পরেই। এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ২.৬। কম্পনের কেন্দ্রস্থল মইরাং শহর থেকেই ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। মণিপুরের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, গুয়াহাটি এবং অসমের বেশ কিছু অংশে।

শুধু ভারতই নয়, কেঁপে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। সেখানকার সংবাদমাধ্যম জানাচ্ছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment