স্ত্রীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী
পূর্ব বর্ধমান: এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের রায়নায়। ওই গৃহবধূকে তাঁর স্বামী খুন করে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। মৃতার নাম নূরজাহান বেগম, বয়স ৩০ বছর। তাঁর বাপেরবাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার রোল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গোয়েছে, ৫ বছর আগে নূরজাহানের বিয়ে হয়েছিল রায়না থানার জোৎসাদি গ্রামের শেখ মোজাম্মেল হকের সঙ্গে। পারিবারিক অশান্তির কারণেই মোজ্জামেল স্ত্রীকে মেরে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে মৃতার পরিবারের তরফে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।