পরিবেশ সচেতনতার নয়া নজির ইকো ক্লাব ফ্রেন্ডস ইউনিটির

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

পরিবেশ সচেতনতার নয়া নজির ইকো ক্লাব ফ্রেন্ডস ইউনিটির

বগুলা: পরিবেশ সচেতনতার কথা বলে তো অনেকেই, কিন্তু এগিয়ে এসে কাজ করে কতজন! তাই এবার শুধু বার্তা প্রদানই নয়, কাজ করে দেখলো একদল যুবক। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন মিলিতভাবে গঠন করেছিল নদিয়া জেলার বগুলা ইকো ক্লাব ফ্রেন্ডস ইউনিটি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

২০১৮ সাল থেকে নিয়মিত গাছ লাগিয়ে চলেছেন এই ইউনিটির সদস্যরা। শুধু বগুলা নয়, তার পার্শ্ববর্তী শীল বেরিয়া বিএসএফ ক্যাম্প, রামনগর বিএসএফ ক্যাম্প, মদনা, পাটিকেবাড়ি, ভায়না সহ বিভিন্ন এলাকায় প্রায় ৬০০০ গাছ লাগিয়ে তা বাঁচানো সম্ভব করে তুলেছেন সদস্যরা।

রবিবার বগুলা ধানহাটা ঐকতান ক্লাব সংলগ্ন পার্কের সৌন্দার্যয়ান বৃদ্ধির উদ্দেশ্যে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিজেরাই সামাজিক দৃষ্টান্ত হয়ে সারিবদ্ধ ভাবে দেবদারু গাছ পুঁতলেন এবং ওই এলাকার ৩ সদস্যের উপর গাছগুলির লালন-পালনের যাবতীয় দায়িত্ব দিলেন।

এভাবেই তাঁরা প্রত্যেক জায়গায় সদস্যদের গাছ দত্তক দিয়ে থাকেন। বাঁচাতে পারলে বাৎসরিক অনুষ্ঠানের সময় তাঁদের সেরা দায়িত্ব পালনের অখ্যায় পুরস্কৃত করা হবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment