edible oil price
বিরাট সুখবর মধ্যবিত্তদের জন্য। এবার ভোজ্য তেলের ক্রমবর্ধমান দামের আবহেই একধাক্কায় অনেকটাই কমতে চলেছে এর দাম। যার ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।
ইতিমধ্যেই তেলের দাম কমানোর বিষয়টি সামনে নিয়ে এসেছে একাধিক ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থার থেকে। আদানি, উইলমান থেকে শুরু করে ফরচুন সমস্ত কোম্পানিই সরষের তেলের দাম কমাল। এছাড়া অন্য ব্র্যান্ডের তেলগুলিও দাম কমিয়েছে।
বর্ষার আসার অপেক্ষার অবসান! এবারে রাজ্যজুড়ে চলবে বৃষ্টি
এছাড়া ভোজ্য তেলের দাম বিদেশের বাজারেও কমেছে। পাশাপাশি, দেশের অভ্যন্তরেও চাহিদা কমেছে। ফলে বেশ কিছুটা কমেছে তেলের দাম। ফরচুন কাচ্চি ঘানি সরষের তেলের দাম-এর MRP 205 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 195 টাকা।
এছাড়াও, কোম্পানি ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের এক লিটার প্যাকের সর্বোচ্চ দাম 220 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 210 টাকা। কোম্পানির হিসেব অনুযায়ী, শিগগিরই নতুন MRP-এর প্যাকেট বাজারে পৌঁছবে।
প্রায় 30 টাকা সস্তা হয়েছে কাচ্চা ঘানি সরষের তেল খুচরো বাজারে লিটারে। 15 লিটার এক টিন তেলের দাম 2,500-র মধ্যে রয়েছে। edible oil price


মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন