ভারতে গড়ে উঠবে ৮টি নতুন শহর, সিদ্ধান্ত কেন্দ্রের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দিল্লিকেন্দ্রের মোদি সরকার নগরায়নের বিস্তারে  বেশি সংখ্যক মানুষকে সামিল করতে ভারতে ৮টি নতুন শহর করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার গঠিত ১৫তম অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী ৮০০০কোটি টাকা এই নতুন ৮টি শহর গড়ে তোলার ক্ষেত্রে ধার্য করা হয়েছে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

প্রতিটি শহরের জন্য খরচ ১০০০ কোটি টাকা। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক খুব শীঘ্রই এই নিয়ে তাঁদের পরিকল্পনা সামনে আনতে চলেছে। বহু বছর দেশে কোনও নতুন শহর গড়ে ওঠেনি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মাস থেকে এক বছর পর্যন্ত চলবে পরিকল্পনা ও তার রূপায়নের কাজ।

এই বিশেষ কাজের জন্য ইতিমধ্যেই অর্থ কমিশন ৮০০০ কোটি টাকা বারাদ্দ করেছে। জানান দুর্গা শঙ্কর মিশ্র, আবাসান মন্ত্রকের সচিব।

নতুন শহরগুলিতে ৫ হাজার লোক এবং প্রতি স্কোয়ার কিলোমিটারে ৪০০জন করে থাকবে।এমনভাবে তা তৈরি করা হবে। এবং এর মধ্যে ৭৫ শতাংশ পুরুষ কৃষি কাজে যুক্ত থাকবেন না।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment