ছত্তিশগড়: কেরলের পর এবার ছত্তিশগড়ে মৃত্যু হল এক অন্তঃসত্তা হস্তিনীর। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। ছত্তীসগড়ের প্রতাপপুর ফরেস্ট রেঞ্জের অফিসাররা জানিয়েছেন, মৃত হস্তিনীর ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
সুরজপুর জেলার প্রতাপপুর ফরেস্ট রেঞ্জে গত ২ দিনে ২ টি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বনকর্তারা। বন্যপ্রাণ অধিকর্তা অরুণ কুমার পাণ্ডে বলেছেন, একটি অন্তঃসত্ত্বা হস্তিনী এবং অন্যটি পুরুষ হাতি, দুটি হাতির দেহ উদ্ধার হয়েছে দুটি পৃথক জায়গা থেকে।
তিনি আরও বলেছেন, অন্তঃসত্ত্বা হস্তিনীর কার্ডিও ভাসকুলার ফেলইওরের ফলে মৃত্যু হয়েছে.
তার শরীরে বেশ কয়েকটি সিস্ট ছিল বলেও জানিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে মৃত্যু, তা বোঝো যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই।
বুধবার বিকেলে যে পুরুষ হাতিটির মৃত্যু হয়েছে, সেটির মৃত্যু বয়সজনিত কারনে হয়েছে বলেই মনে করছেন বনকর্তারা।