মর্মান্তিক! দুর্ঘটনায় মৃত পাইলটের স্ত্রী অন্তঃসত্ত্বা, দু’সপ্তাহের মধ্যে বাবা হতেন অখিলেশ কুমার
দুবাই: শেষবার বাড়ি গিয়েছিলেন লকডাউন শুরু হওয়ার আগে। তারপর থেকে বিমান পরিষেবা বন্ধ থাকলেও বন্দে ভারত মিশনের আওতায় বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ করছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট অখিলেশ কুমার।
তবে খুব শিগগির বাড়ি ফেরার কথা ছিল তাঁর। অন্তঃসত্ত্বা স্ত্রীর ১০ থেকে ১৫ দিনের মধ্যে সন্তান প্রসবের কথা ছিল। নিজের সন্তানকে আর কোলে নেওয়া হল না অখিলেশের। কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
কোঝিকোড়ে দুবাই থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আইএক্স- ১৩৪৪ এর কো-পাইলট ছিলেন অখিলেশ। পাইলট ছিলেন অভিজ্ঞ দীপক সাঠে। দু’জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। বিমানটি দু’টুকরো হয়ে যাওয়ার পর কেবিনের দিকের অংশে আগুন ধরে যাওয়াতেই দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর।
এই খবর পাওয়ার পর শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁর স্ত্রী। আর কয়েক দিন পরে যে বাড়িতে উৎসব হওয়ার কথা ছিল সেখানেই এখন শ্মশানের স্তব্ধতা। পরিবারের অন্যান্য সদস্যরা ও আত্মীয়স্বজনরা চেষ্টা করছেন অখিলেশের স্ত্রীকে বোঝানোর।
২০১৭ সালে এয়ার ইন্ডিয়াতে যোগ দেয় অখিলেশ। ২০১৮ সালে বিয়ে হয় তাঁর। সেই হিসেবে খুব বেশিদিন হয়নি তাঁদের দাম্পত্য জীবনের। শান্ত স্বভাবের অখিলেশ আগামী দিনের জন্য সুন্দর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক দুর্ঘটনা সব কিছু শেষ করে দিল।