PUBG মোবাইল ইনস্টল করা থাকলেও আর কাজ করবে না, জানিয়ে দিল সংস্থা
লাদাখ,বিশ্বজিৎ দাস : এবছর জুন মাসে লাদাখে গালওয়ান উপত্যকায় কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হনl এরপর চীনকে উচিত শিক্ষা দিতে কেন্দ্রীয় সরকার ভারত থেকে ব্যান্ড করে চীনের জনপ্রিয় অ্যাপl। সেই বাতিল করা অ্যাপের তালিকায় পরবর্তীকালে ঢুকে যায় জনপ্রিয় অনলাইন গেম PUBG মোবাইল এবং PUBG মোবাইল লাইট।
কেন্দ্রীয় সরকারি নির্দেশ মেনে দুটি গেমই গুগল প্লে-স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। কিন্তু যাঁদের ফোনে গেমটি ইতিমধ্যেই ইনস্টল করা ছিল, তাঁরা এতদিন পর্যন্ত তা ব্যবহার করতে পারতেন। তবে এবার তাতেও আর গেম খেলা যাবে না l শুক্রবার থেকে আর কাজ করবে না PUBG মোবাইল। স্মার্টফোনে থাকলেও তা ব্যবহার করা যাবে না বলেই জানিয়ে দেওয়া হল।
বৃহস্পতিবার রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে এই খবর দেয় PUBG মোবাইল। বলা হয়, ৩০ অক্টোবর থেকে ভারতীয় ইউজাররা আর PUBG MOBILE ব্যবহার করতে পারবেন না। এমনকী PUBG MOBILE Lite ভার্সানটিও আর কাজ করবে না।
চিনা অ্যাপগুলি দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকছে না ওই অভিযোগের ভিত্তিতে। যদিও টিকটক থেকে শুরু করে PUBG-সহ বিভিন্ন অ্যাপ দাবি করে, তাদের অ্যাপে ইউজারের তথ্য সুরক্ষিতই থাকে।
এবারও PUBG মোবাইল আর কাজ করবে ঘোষণার পরই সংস্থার তরফে সাফ করে দেওয়া হয় যে ইউজারদের ব্যক্তিগত তথ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তা নিরাপদই থাকবে।
তারা লেখে,“ইউজারদের তথ্য সুরক্ষিত রাখাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি। ভারতের আইন মেনেই ইউজারদের তথ্য গোপন থাকবে। প্রাইভেসি পলিসি অনুযায়ী এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে l”