প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সতীশ প্রসাদ সিং

Loading

প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সতীশ প্রসাদ সিং

পাটনা: বিগত কয়েকদিন দিন ধরেই দেশজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ নিন্মমুখী। তদুপরি এই মারণ ভাইরাস এখনও প্রাণ কেড়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে বিখ্যাত ব্যক্তিত্বদেরও। এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সতীশ প্রসাদ সিং।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সোমবার দিল্লির সকেত এলাকার একটি বেসরকারি হাসপাতলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, মাত্র ছয় দিন আগেই তাঁর স্ত্রী প্রয়াত হন ।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিহারের সবথেকে স্বল্পমেয়াদি মুখ্যমন্ত্রী। তিনি ১৯৬৮ সালে মাত্র পাঁচ দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। প্রথমবারের বিধায়ক হওয়া সত্ত্বেও সিং একটি জোট সরকারের নেতৃত্ব দিয়েছিলেন এবং ১৯৮৮ সালের ২৮ জানুয়ারি থেকে ১৯৮৮ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিহারের প্রথম প্রথম উচ্চ-বর্ণের মুখ্যমন্ত্রীও ছিলেন।

সিংহের ছেলে সুশীল জানিয়েছেন, “২৪ অক্টোবর নয়াদিল্লিতে একটি পরীক্ষার পরে আমার বাবা কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন। এর পরে, আমরা তাকে জাতীয় রাজধানীর সাকেত লোকালয়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করলাম। সোমবার দুপুর দেড়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ”।

বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সতীশ প্রসাদ সিং-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Author

Share Please

Make your comment