নয়াদিল্লিঃ নিয়মভঙ্গকারীদের সব পোস্টেই থাকবেন লেবেল এমনটাই জানিয়ে দেওয়া হলো ফেসবুকের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়।এমনকি এই ধরনের পোস্ট যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও হয় তাহলেও একই নিয়ম লাঘু হবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই বিভিন্ন বাণিজ্য সংস্থা ফেসবুকে বয়কট করতে শুরু করেছে। যেমন বেন এন্ড জেরি এবং ডাভের, ইউনিলিভারেরর মতো সংস্থাও বয়কট করার কথা জানিয়েছে ফেসবুককে।
শেয়ার বাজারেও ফেসবুকের দাম পড়ে গিয়েছে ৮% এবং প্রায় পঞ্চাশ বিলিয়ন টাকা হারিয়েছে তাদের।
নির্বাচন সংক্রান্ত ভুল খবর দেওয়া হলে তা নিয়ে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জুকারবার্গ।