FactCheck: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নদীর ধারে খেলা করছে ছোট ডাইনোসর। এবং তার দিকে ছুড়ে মারা হচ্ছে জল নুড়িপাথর।যদিও তাতে কোনো ভ্রূক্ষেপ নেই তার,সেই নিজের খেলায় মত্ত।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া এই ভিডিওকে ঘিরে উঠছে নানা ধরনের প্রশ্ন। করনা পরিস্থিতি যা বর্তমানেও একই রকম ভয়াবহ তারপর আমফান, এবং সর্বশেষ এই ডাইনোসরের প্রকোপ কি পড়তে চলেছে গোটা বিশ্বের ওপর!
ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেল,ফেসবুক ও টুইটারে সম্প্রতি জনপ্রিয় হতে থাকা এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। এর সাথে বাস্তবের কোন মিল নেই। ভিডিওটি বানানো হয়েছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। সম্প্রতি গুগলের এয়ার সার্চে “ডাইনোসর” অপশনটি যোগ করার ফলে এমন ভিডিও তৈরি করা যাচ্ছে। যার ফলে বর্তমান যুগেও দেখা যাচ্ছে ডাইনোসরের অস্তিত্ব।
সবটাই আধুনিক প্রযুক্তির দ্বারা সৃষ্ট। প্রায় সাড়ে ৬ কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর এখন শুধুমাত্র ইতিহাসের পাতায়।