fake vaccination camp
কলকাতা: কলকাতার কসবায় ভুয়ো টিকা কেন্দ্র চালানোর অভিযোগে অভিযুক্ত হল দেবাঞ্জন দেব নামক এক ব্যাক্তি। ইতিমধ্যে জানা যায়, তিনি একটি আর্থিক সংস্থাকে চড়া মূল্যে আবার ১৭১টি করোনার টিকা বিক্রি করেছেন। তবে সেই টিকা আসল না নকল সেই বিষয়ে খতিয়ে দেখছে গোয়েন্দারা।
কলকাতা পুরসভার হাতে আসা নথি অনুযায়ী জানা গিয়েছে, সরলা ডেভেলপমেন্ট মাইক্রোফিনান্স নামক একটি আর্থিক সংস্থাকে ১৭১টি করোনার টিকা পাঠিয়েছে দেবাঞ্জন। যার মূল্য হিসাবে সংস্থার কাছ থেকে ১.১১ লক্ষ টাকা নেয় দেবাঞ্জন। গোয়েন্দাদের সন্দেহ টিকাগুলি আদতেই জাল। সঙ্গে আরও কোনো কোম্পানিকে টিকা বিক্রি করেছে কি না সেই বিষয়েও খতিয়ে দেখছে গোয়েন্দারা। এই চক্রে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার কোনো আধিকারিক যুক্ত আছে কি না সেও খতিয়ে দেখছে গোয়েন্দারা।
আরও পড়ুন…সরকারি চাকরি ও সুযোগ সুবিধা পাবে কেবলমাত্র ২ সন্তান, জানাল অসম সরকার
তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে যে, নিজের অফিসের কর্মীদেরও গত সপ্তাহে টিকা দেয় এই ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেব। তাঁদের সকলকে স্পুটনিক-ভি টিকা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন এই টিকা কোথা থেকেই বা পেল দেবাঞ্জন? কারণ গত কয়েক সপ্তাহে কলকাতায় পরীক্ষামূলক ভাবে কিছু স্পুটনিক-ভি আনা হয়েছে। সেই আমদানি করা টিকার সংখ্যা নিতান্তই কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথা থেকে এই টিকা পেল দেবাঞ্জন? গোয়েন্দাদের ধারণা, এই টিকাগুলিও হয়তো নকলি।
fake vaccination camp