‘লোকাল ট্রেন কিনতে চাই’ গ্রুপকে কালিমালিপ্ত করার ‘ষড়যন্ত্র’, বিস্ফোরক অভিযোগ অ্যাডমিনদের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা: সম্প্রতি মোদী সরকারের বেসরকারিকরণের বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা হয় ‘লোকাল ট্রেন কিনতে চাই’ নামক একটি গ্রুপ। মূলত মজার ছলে রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই গ্রুপ খোলা হয়েছিল। দেখতে দেখতে সে গ্রুপের সদস্য সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যায়। হাসির আড়ালেই ছুঁড়ে দেওয়া হয় প্রতিবাদী ভাবনা। এর মধ্যে দু’একবার ছোটখাটো বিতর্কে জড়ালেও এবার একেবারে গ্রুপকে কালিমালিপ্ত করার বিস্ফোরক অভিযোগ তুললেন গ্রুপ অ্যাডমিনরা।

ফেসবুকে বেশ কয়েকটি জায়গায় ভাইরাল করার চেষ্টা হয় একটি স্ক্রিনশট। সেখানে দেখানো হয়, অক্ষয় কুমারের ঘোষিত ফৌজি নামের গেমটিতে ভারতের বীর বায়ুসেনা অভিনন্দন বর্তমানের রক্তাক্ত ছবি দিয়ে ফৌজি গেমটি নিয়ে ট্রোল করা হয়েছে এবং ওপরে ক্যাপশন লেখা হয়েছে ‘ফেকুজি স্পেশাল ক্যারেক্টার’। দাবি করা হয়, ‘লোকাল ট্রেন কিনতে চাই’ গ্রুপ থেকেই নাকি পোস্ট করা হয়েছে ওই ফটো।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এরপরেই আসরে নামে ‘লোকাল ট্রেন কিনতে চাই’ গ্রুপের অ্যাডমিনেরা। দৃঢ় ভাবে তাঁরা জানান, ওই স্ক্রিনশটটি সম্পূর্ণরূপে ভুয়ো। এরকম কোনও পোস্ট তাঁদের গ্রুপে হয়নি বলে জানানো হয় অ্যাডমিনদের তরফে। অ্যাডমিনদের দাবি, ফটোশপের মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে গ্রুপকে কালিমালিপ্ত করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে।

পুলিশে অভিযোগ দায়ের করেছেন গ্রুপ অ্যাডমিনেরা

তবে এই ঘটনাকে শুধুমাত্র কালিমালিপ্ত করার চেষ্টা বলেই থেমে থাকেনি গ্রুপ অ্যাডমিনেরা। তাঁরা জানিয়েছে, এর বিরুদ্ধে সমস্ত তথ্য ও প্রমাণ নিয়ে তাঁরা কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা সহ বিভিন্ন আইনি দপ্তর এবং সাইবার সুরক্ষা দপ্তরে মেল করে নিজেদের অভিযোগ নথিভুক্ত করেন। নিজেদের অভিযোগে তাঁরা জানান, ওই ধরনের নক্ক্যারজনক পোস্ট কোনোভাবেই তাঁদের গ্রুপ থেকে শেয়ার করা হয়নি।

অ্যাডমিনদের দাবি, সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর ব্যাপারটা প্রকাশ্যে আসতেই সেই ভুয়ো স্ক্রিনশটকে সোশ্যাল মিডিয়া থেকে সরাতে উদ্যোগী হয় কিছু ব্যক্তি। তবে অ্যাডমিনরা জানিয়েছেন, যে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওই ভুয়ো স্ক্রিনশট ছড়ানো হচ্ছে সেই অ্যাকাউন্টগুলির সমস্ত তথ্য তাঁরা সাইবার বিভাগকে দিয়েছে।

অ্যাডমিনরা জানিয়েছেন, তাঁরা দেশের সেনা ও সংবিধানকে শ্রদ্ধা করেন। কেউ বা কারা তাঁদের গ্রুপকে কালিমালিপ্ত করতে ও রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং সৌভাতৃত্ব নষ্ট করতে এগুলি করছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment