কলা চুরি রুখতে গাছে তালা দিলেন চাষি, গোবরডাঙায় তাজ্জব কাণ্ড

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

গোবরডাঙা থানার নকপুল কুচলিয়া গ্রামে এক কৃষক, রফিকুল ইসলাম, অভিনব পদ্ধতিতে কলা চুরি আটকানোর চেষ্টা করেছেন। তিনি নিজের বসানো কলাগাছ থেকে প্রচুর কলা পেতেন, কিন্তু সেগুলো প্রায়ই চুরি হয়ে যাচ্ছিল। এই সমস্যা সমাধানে তিনি গাছগুলিতে তালা লাগানোর বুদ্ধি নেন।

রফিকুল কলাগাছের সঙ্গে বাঁশ বেঁধে, টিন ও শিকল দিয়ে সেগুলোতে তালা লাগিয়েছেন। এমনকি, কলার কাঁদিকে লোহার জাল দিয়ে ঘিরে, তাতেও তালা ঝুলিয়েছেন। এই নিরাপত্তা ব্যবস্থা একাধিক গাছেই করেছেন তিনি। গ্রামের মানুষ পথ দিয়ে যাওয়ার সময় এই দৃশ্য দেখে অবাক হচ্ছেন, কেউ কেউ ছবি তুলছেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

২০১৯ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর, রফিকুল ইসলাম চাষাবাদের প্রতি ঝোঁক বাড়ান। তবে কলাগাছ থেকে কলা এবং মোচা চুরি হওয়ার পর তিনি এই অভিনব উপায় বের করেন। তিনি জানান, যদিও খরচ বেশি হয়েছে, কিন্তু নিজের চাষের ফসল বাঁচানো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি মজার মনে করছেন, তবে তারা বলছেন, কলা বাঁচাতে এত সুরক্ষা ব্যবস্থার খরচ অনেক বেশি।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment