কৃষকদের ডাকে রেল রোকো আভিযান,মোতায়েন অতিরিক্ত আরপিএফ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

farmer protest named Rail Roko

নয়াদিল্লিঃ কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ সারা দেশ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দেন কৃষক সংগঠন গুলি। এই বিক্ষোভের জন্য সারা দেশ জুড়ে অতিরিক্ত ২০ কোম্পানি আরপিএফ মোতায়েন করেছে রেল। দুপুর ১২ টা থেকে শুরু হয় এই আন্দোলন যা চলবে বিকাল ৪ টে পর্যন্ত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনে বিক্ষোভ দেখান কৃষকরা। কৃষকদের এই রেল রোকো আন্দোলন প্রসঙ্গে আরপিএফ-এর ডিজি অরুণ কুমার বলেছেন, ‘সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছি। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলব আমরা।’ মূলত পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপরই বেশি নজর রাখছে রেল।

অন্যদিকে প্রায় ১১ বারের বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কৃষকরা। কিন্তু সুরাহা কিছুই হয়নি। কৃষকরা আইন বাতিলে অনড়। সরকার ১২-১৮ মাসের জন্য নয়া স্থগিত আইন আনলেও তা মানতে রাজি নয় কৃষকরা। এদিন কৃষক নেতা রাকেশ তিকাইত বলেন,“ ২ অক্টোবর পর্যন্ত সময়। তার মধ্যে আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবে।”

আলোচনার জন্য সরকার যে দরজা খুলে রেখেছে, সে বার্তাও দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘কৃষকদের প্রশ্ন করতে চাই, আগে যা অধিকার ছিল, নয়া আইনে কী সেসব অধিকার কেড়ে নেওয়া হয়েছে? MSP ছিল, আছে, থাকবে। কৃষি সংস্কার জরুরি। সম্মানের সঙ্গে কৃষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে। কৃষি আইনে কোনও কিছুই বাধ্যতামূলক নয়। সুবিধামতো বিকল্প পথ বেছে নেওয়ার সুযোগ রয়েছে।’

farmer protest named Rail Roko

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment