বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা, আবহাওয়ার রিপোর্ট একনজরে
কলকাতা: দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা হতে পারে আগামী কয়েকদিন। এমনই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের। এরসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জায়গায় নদীর জলস্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা।
তবে, শুধু উত্তরবঙ্গ নয়, বৃষ্টির প্রবল দাপট দক্ষিণবঙ্গেও সমান পরিমাণে দেখা যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। উল্লেখ্য, ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টির দিকে তাকিয়ে গোটা শহরতলি।
উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর।