ভয়ে চিন, রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি মজবুত করছে ভারত
নিউদিল্লি: কয়েকদিন আগেই চীনের সাথে ঘটে যাওয়া ঠান্ডা যুদ্ধে ২০ জন ভারতীয় নিরস্ত্র জাওয়ান শহীদ হয়। তারপর থেকেই নড়ে চড়ে বসে ভারত। এবার চিনকে বিপাকে ফেলতে রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি নিয়ে সম্পর্ক মজবুত করছে ভারত।
উল্লেখ্য, ইতিমধ্যেই রাশিয়া সফরে আছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ২০১৮ সালে অক্টোবর মাসে রাশিয়ার সঙ্গে ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করে ভারত। সেই চুক্তিরই নিশ্চয়তা দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরে।
অপরদিকে চিনের স্টেট মিডিয়া পিপলস ডেলি চায়নার অফিসিয়াল পেজ থেকে রাশিয়াকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এমুহূর্তে ভারতের হাতে অস্ত্র না দিতে। তবে চিনের এই কথায় বিশেষ পাত্তা দেয়নি রাশিয়া।
রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির পর ভারতের হাতে আসছে ফাইটার জেট Su-30 ও Mig-29, নৌসেনার যুদ্ধজাহাজ, সাবমেরিন ও টি-৯০ যুদ্ধ ট্যাঙ্ক।
উল্লেখ্য,এর পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির ড্রোজভ জমিয়েছিলেন যে, ২০২১ এর মধ্যে ভারতের হাতে পুছে যাবে এস-৪০০ সিস্টেম।
তবে, রাশিয়া সফরে থাকা রাজনাথ সিং রাশিয়ার কাছে মিসাইল ডিফেন্স সিস্টেম দ্রুত দেওয়ার কথা জানিয়েছেন।