কলকাতাঃ হাবরার দক্ষিণ সরাই ইদগা পৃথিবা পঞ্চায়েত এলাকায় আইএসএফ এর দলীয় পতাকা লাগানো নিয়ে বোমাবাজি। অভিযোগ তৃণমূল দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা গোটা এলাকায়।
ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকায় শুরু হয় বোমাবাজি। তিন থেকে চার কর্মী আহত হয়েছেন। অভিযোগ তির ওই এলাকার তৃণমূল কর্মীদের ওপর। অবশ্য এমনটা মানতে নারাজ তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার রাতে আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক তাদের বাধা দেন। তাঁদের বক্তব্য ছিল, বুথ এলাকার বাইরে গিয়ে কেন তাঁরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন? তারপর এই বিষয়টি নিয়েই দুপক্ষের মধ্যে শুরু বচসা হয়। যা গড়ায় হাতাহাতিতে ।
এদিন আইএসএফ-এর তরফে হাবড়া বিধানসভার প্রার্থী রিজি নন্দনকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় বোমবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে।