অবশেষে নিলামে মহাত্মা গান্ধীর চশমা, দাম উঠল ২৫ কোটির বেশি
লন্ডন: “চার সপ্তাহ আগে আমাদের লেটার বক্সে কেউ একটি চশমা ফেলে গিয়েছিল। পরে আমরা জানতে পারলাম যে ভদ্রলোক চশমাটি ওখানে ফেলে গিয়েছেন, সেটি তাঁর কাকাকে দিয়েছিলেন মহাত্মা গান্ধী স্বয়ং।”
ইস্ট ব্রিস্টল অকশন নামে এক নিলাম সংস্থা এমনই জানিয়েছে শনিবার। এদিন তাঁরা লন্ডনে মহাত্মার চশমাটি নিলামে তোলে। তা ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়। ভারতীয় মুদ্রায় ওই অর্থের পরিমাণ ২৫ কোটি ৪৭ লক্ষ ২৮ হাজার টাকা।
নিলামকারী সংস্থা থেকে বলা হয়েছে, আমরা একটি অবিশ্বাস্য জিনিস পেয়েছিলাম। তা অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। যাঁরা নিলামে অংশ নিয়েছিলেন, সকলকে ধন্যবাদ জানাই।
মহাত্মা গান্ধী অনেক সময় তাঁর জিনিসপত্র গরিবদের দান করতেন। বিংশ শতকের দুই অথবা তিনের দশকে ওই চশমাটি তিনি একজনকে দান করেন। তখন মহাত্মা থাকতেন দক্ষিণ আফ্রিকায়।
নিলাম সংস্থা আশা করেছিল, চশমাটি বিক্রি হবে ১৫ হাজার পাউন্ডে। বাস্তবে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে। যিনি চশমাটি নিলাম সংস্থাকে দিয়েছিলেন, তিনি বলেন, যদি বিক্রি না হয় তাহলে ওটি ফেলে দেবেন। তাঁকে বলা হয়েছিল, চশমার দাম ১৫ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে। শুনে ভদ্রলোক চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন।