অবশেষে অপেক্ষার অবসান, আগামী সপ্তাহেই লঞ্চ হতে চলেছে iphone 12

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

অবশেষে অপেক্ষার অবসান, আগামী সপ্তাহেই লঞ্চ হতে চলেছে iphone 12

বিশ্বজিৎ দাস: গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে জনপ্রিয় টেক ব্যান্ড অ্যাপেল(Apple) ‘টাইম ফ্লাইস’ নামের একটি ইভেন্টের আয়োজন করেছিল। সেই ইভেন্টে অ্যাপেল ওয়াচ সহ কয়েকটি প্রডাক্ট লঞ্চ হয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল কয়েক সপ্তাহ পরে আরও একটি ইভেন্টের আয়োজন করা হবে। এবার জানা গেছে মঙ্গলবার সংস্থার সোশ্যাল অ্যাপেল ইভেন্ট(Social Apple Event) অনুষ্ঠিত হবে যেখানে আইফোন 12 লঞ্চ হবে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ হচ্ছে iPhone 12 ও iPhone 12 Pro। ফোন গুলির প্রি অর্ডার দেওয়া যাবে ১৬ বা ১৭ তারিখ। শিপিং শুরু হতে পারে ২৩ বা ২৪ তারিখ থেকে। iPhone 12 mini-র প্রি অর্ডার দেওয়া যেতে পারে ৬ বা ৭ নভেম্বর থেকে এবং মডেলটির শিপিং শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে। iPhone 12 Pro Max-এর প্রি অর্ডার শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে এবং শিপিং শুরু হতে পারে ২০ বা ২১ নভেম্বর থেকে।

আইফোন 12 মিনি( iPhone 12 mini)-র সাইজ হতে পারে ৫.৪ ইঞ্চি। iPhone 12-এর সাইজ হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro-র সাইজ হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro Max-এর সাইজ হতে পারে ৬.৭ ইঞ্চি।

iPhone 12 mini-র দাম থাকতে পারে ৬৯৯ মার্কিন ডলার থেকে ৭৪৯ মার্কিন ডলারের মধ্যে। iPhone 12 Max-এর দাম থাকতে পারে ৭৯৯ মার্কিন ডলার থেকে ৮৪৯ মার্কিন ডলারের মধ্যে। iPhone 12 Pro ও iPhone 12 Pro Max-এর দাম থাকতে পারে ১,২০০ মার্কিন ডলার থেকে ১,২০০ মার্কিন ডলারের মধ্যে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment