বউকে খুঁজে দিন, ভাইরাল যুবকের আবেদনপত্র
কোচবিহার: বউ হারিয়ে গিয়েছে। খুঁজে দিন, নয়তো একটা নতুন বউ ম্যানেজ করে দিন। কোচবিহারের গোপালপুর গ্রামপঞ্চায়েতের কাছে জনৈক হিমনকুমার বলের এমনটাই আর্জি। অবশেষে সেই আবেদনপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই আবেদনপত্র কি সত্যি না ভুয়ো?
বাড়ি ছেড়েছেন স্ত্রী। তাঁকে খুঁজে পাচ্ছেন না স্বামী হিমনকুমার বল। স্ত্রীকে পেতে আবেদন করেছেন গোপালপুর পঞ্চায়েতের কাছে। এই পর্যন্ত তাও ঠিক ছিল। কিন্তু শেষ লাইন পড়েই চক্ষু চড়কগাছ সবার।
তাতে লেখা রয়েছে,’ওই বউকে খুঁজে দিন, নয়তো একটা নতুন বউ ম্যানেজ করে দিয়ে বাধিত করবেন। ইতি-হিমনকুমার বল।’ বিস্ময়ের এখনও বাকি! ওই আবেদনপত্রে সই করেছেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দেওয়া রয়েছে সিলও।
যার ফলে আবেদনপত্রটি আসল না ভুয়ো, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে নেটিজেনমহলে।
গোপালপুর অঞ্চলের উপপ্রধান সুব্রত চাকদার দাবি, সই জাল করা হয়েছে। তাঁর বক্তব্য, কেউ মজা করে এই কাজ করেছেন। গ্রাম পঞ্চায়েতের সিল কেউ ব্যবহার করেছেন। কে এই কাণ্ডটি ঘটিয়েছে, তা জানতে খোঁজ শুরু করেছেন সুব্রতবাবু।
তবে বেজায় ‘বিপদে’ পড়েছেন হিমনকুমার বল। পাড়া-প্রতিবেশী থেকে দূরের আত্মীয়দের প্রশ্নে রীতিমতো জর্জরিত তিনি। কেন? হিমনবাবুর বিয়েই তো হয়নি। তিনি অবিবাহিত। স্ত্রী হারানোর প্রশ্নই ওঠে না। তাহলে কে এমন কাণ্ড ঘটাল? সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তিনি।