Finland Prime Minister Breakfast
জনগণের করের টাকায় ২৬ হাজারি প্রাতঃরাশ; তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন স্বচ্ছ ভাবমূর্তির জন্যই এত দিন পরিচিত ছিলেন। কিন্তু এ বার নিজের খাওয়াদাওয়ার খরচও জনগণের করের টাকায় মেটানোর অভিযোগ উঠল ফিনল্যান্ডের এই প্রধানমন্ত্রী বিরুদ্ধে।
সূত্র মারফত জানা গিয়েছে,ফিনল্যান্ডের এই প্রধানমন্ত্রী প্রতি দিনের প্রাতঃরাশ বাবদ প্রায় ২৬ হাজার টাকা জনগণের কর থেকে ঘরে তুলছিলেন, যা কি না সে দেশে আইনবিরুদ্ধ।
এই নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে।সে দেশের আইন বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর খাওয়াদাওয়ার খরচ জনগণের করের টাকা থেকে কাটবে, এমন কোথাও লেখা নেই। তাই তদন্ত হলে বিপাকে পড়তে পারেন সানা।
আরও পড়ুন বেসরকারিকরণের পথে আর এক ধাপ এগোল ভারতীয় রেল
যদিও সানার দাবি করেছেন, এই সুবিধা তাঁর পূর্বসূরিরাও পেয়েছেন। তা ছাড়া তিনি নিজে থেকে এই সুবিধা নেননি। সরকারি আধিকারিকরাই সিদ্ধান্ত নিয়েছেন।
এমনকি আইন বিরুদ্ধ প্রমাণিত হলে আগামী দিনে তিনি প্রাতঃরাশের টাকা সরকারি কোষাগার থেকে নেবেন না বলেও জানিয়েছেন।