হাওড়া: হঠাৎই হাওড়ার শপিং মলে আগুন। অগ্নিকান্ডে ভস্মিভুত হয়ে যায় বেশ কয়েকটি দোকান।
জানা যাচ্ছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ওই শপিং মল থেকে ভোর ৩ টে নাগাদ হটাৎই ব্যাপকহারে কালো ধোঁয়া নির্গত হতে থাকে। জায়গাটি জনবসতি পূর্ণ হওয়ায় স্থানীয়রা সাথে সাথে দমকলে খবর দেন। দমকলের চারটি ইঞ্জিন এসে কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করে। তা সত্ত্বেও পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান।
দমকল সূত্রে জানা যাচ্ছে, শত সার্কিটের ফলেই এই আগুন। দমকলের ইঞ্জিন গুলি আশা মাত্রই , এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় , তারা প্রথমে আগুন কে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, যাতে তা ছড়িয়ে না যায়। ১ ঘন্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।