ঢাকা: বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বংসী আগুন লাগল ঢাকার ইউনাউটেড হাসপাতালে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। বুধবার রাত ৯ টা ৫৫ মিনিটে এই আগুন লাগে।
আগুনে মৃত ৫ জনের মধ্যে ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
মৃতদের সবাই লাইফসাপোর্টে ছিলেন।
জানানো হয়েছে যেখানে আগুন লাগে সেখানে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। তবে মূল ভবনে অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল। সেই অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করার সুযোগ পায়নি হাসপাতালের লোকজন।
জানা গিয়েছে, হাসপাতালটির নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে। এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।
যে ৫ জন মারা গিয়েছেন, তাঁরা হলেন খোদেজা বেগম (৭০), রিয়াজ উল আলম (৪৫), মাহবুব (৫০), মনির হোসেন (৭৫) ও ভারনন এ্যান্থনী পল (৭৪)।