VIDEO : লোকালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরপর বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক
সোদপুর : মধ্যমগ্রাম-সোদপুর রোডের পাশেই HB Town এলাকায় বিধ্বংসী আগুন লাগল শনিবার। এদিন সন্ধ্যে ৬ টার পর এইচবি টাউনে রাস্তার পাশেই দুটি বহুতলের মধ্যবর্তী জায়গায় থাকা একটি অবৈধ গ্যাস সিলিন্ডারের গুদামে বিধ্বংসী আগুন লাগে।
বোমার মতো করে বিকট শব্দে আগুন বহুদূর ছড়িয়ে পড়ে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। স্থানীয়রা দাবি করছেন, কমপক্ষে ৬ টি সিলিন্ডার বিস্ফোরণ হয়।
স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন, প্রশাসনের নাকের ডগায় এভাবে চলছিল অবৈধ গ্যাসের ব্যবসা। তবে করা এর সঙ্গে জড়িত সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
আগুন লাগার পরেই পাশের বহুতলের বহু মানুষ আবাসনের পাঁচিল টপকে ফ্ল্যাট ছেড়ে পালান। তীব্র আতংক এখনও ঘিরে রয়েছে তাঁদের। ঘটনায় বেশ কিছুজন পালানোর সময় আহত হয়েছেন বলে খবর। কোনও মৃত্যুর খবর সামনে আসেনি।