কলকাতা: ফের আগুন লাগল বেহালার পর্ণশ্রীতে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান বাড়ির দুই মহিলা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালের ওই সময় আচমকাই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, ওই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। এগারোটা নাগাদ ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। আধ ঘণ্টায় চেষ্টায় আগুন নেভান দমকলকর্মীরা।
আগুন লাগায় ওই বাড়ির বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েন। তাঁদের উদ্ধার করে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।