ধর্মতলায় চলন্ত বাসে আগুন, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি
কলকাতা: ধর্মতলায় চলন্ত বাসে আগুন। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। আতঙ্কে চলন্ত বাস থেকে হুড়োহুড়ি করে নামেন যাত্রীরা। রানি রাসমনি আভিনিউতে ঢোকার মুখে ঘটে ঘটনা। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিস্ফোরণের ভয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ঠাকুরপুকুর থেকে বাবুঘাট গামী এই বাসটিতে হাতে গোনা কয়েকজন যাত্রী ছিল। দুর্ঘটনার সমায় তারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে পড়েন।
দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্তিতি অনেকটাই স্বাভাবিক। পুরো ব্যাপারটিকে খতিয়ে দেখা হচ্ছে।
তবে, প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে, বাসের কোন ইঞ্জিনের ক্ষতির কারনেই এই দুর্ঘটনাটি ঘটে।