ফের নিউ একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল নিউ ব্যারাকপুর।। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বোদাই গ্রামে। ঘটনায় ৩-৪টি কারখানা ভস্মীভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এছাড়া আশেপাশের বেশ কয়েকটি বাড়িও পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, আগুন জ্বলার সময় একাধিকবার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। যদিও কী কারণে এমন ঘটল, সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে বাড়িগুলোর গ্যাস সিলিন্ডারে আগুন লাগতেই এই বিপত্তি ঘটেছে।
কাতলা মাছ চাষের সহজ পদ্ধতি: মাছ হবে বড়, সঙ্গে আয়ও হবে প্রচুর
জানা গিয়েছে , আগুনের তীব্রতা ভয়াবহ ছিল। উত্তর ২৪ পরগনা দমকল দপ্তরের ডিভিশনাল অফিসার সরোজ কুমার বাগ জানান, মোট ১০ টি ইঞ্জিন দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে,প্রায় তিন ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে।এই কারখানা চালানোর জন্য কোন সঠিক নথি ছিলো কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
তবে কোন অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিলো না তা প্রাথমিক ভাবে দেখা যায়। কারখানার ভিতর গেঞ্জির কাপর সহ প্রচুর পরিমাণে কাপর মজুত ছিলো,তবে দমকল দপ্তরে কর্মীদের তৎপরতায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।এই ঘটনায় শুক্রবার পাওয়া যায় নি।