ফের একবার শহরতলিতে আগুন লাগার ঘটনা। বারাসতের হরিতলা এলাকায় ৪টি কাপড়ের দোকানে আগুন লাগল। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, ইলেকট্রিক শক সার্কিটের জেরেই এই আগুন লেগেছে। ঘটনাস্থলে হাজির হয় দমকল। প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রেল গেট সংলগ্ন এলাকায় আগুন লাগার জেরে প্রায় ১৫-২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, একটি বিকট শব্দের পরেই এই আগুন লাগে।