মাঝ আকাশে বিমানে আগুন, আতঙ্কিত যাত্রীরা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now
ওয়াশিংটন - শনিবার ডেনভার থেকে হনলুলুগামী মার্কিন  বিমান সংস্থার এক বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় মাঝ আকাশে।  

২৩১ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিল  ইউএ৩২৮ বিমানটিতে। বিমান ১৫ হাজার ফুট উপরে উঠার পরেই গোলমাল দেখা দেয় ইঞ্জিনে,  এরপরই দেখা যায় ইঞ্জিন থেকে কালো ধোঁয়া উড়ছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জাত্রীদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত নিরাপদেই ডেনভারে ফিরে আসতে পেরেছে বিমানটি।  বিমানের কিছু অংশ জনবহুল এলাকায় পড়ায়  আতঙ্কিত হয়েছে এলাকাবাসী।

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে কী কারণে ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল তা  তদন্ত করে দেখা হচ্ছে। সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, বিমানের কোনও অংশ মাটিতে পড়ে থাকতে দেখলে কেউ যেন সেটিকে স্পর্শ না করেন কিবাং জায়গা থেকে না সরান।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment