ছোট পুকুরে মাছ চাষ
Fish Farming in small pond
মাছ মানেই বাঙালির প্রিয় খাদ্য । দুপুর বেলায় ভাতের পাতে বাঙালির মাছ আবশ্যিক।ফলে চাহিদা বাড়ছে মাছের।যার জেরেই বেছে নিতে হচ্ছে মাছ চাষ। আর বর্তমানে মাছ চাষকে অনেকে পেশা হিসাবে বেছে নিয়েছে।
মুলত মাছ চাষ করা হয় কোন বড়ো জলাশয় বা বড়ো ভেড়িতে । যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। ফলে অনেকে সমস্যার স্মমুখীন হতে হয় । কিন্তু ছোট জলাশয় বা পুকুরেও মাছ চাষ করা সম্ভব । যা অত্যন্ত কম খরচে হয়।
ছোট পুকুর বা জলাশয়ে কিভাবে কম খরছে লাভজনক মাছ চাষ করা যায় সেই সম্ভাব্য উপায় গুলো খুজে বের করেছি আমরা । একনজরে দেখে দেওয়া যাক ছোট পুকুকের লাভজনক চাষ কিচাবে সম্ভব-
ভরা বসন্তে এপ্রিল-মে মাসের গরম অনুভব শহরবাসীর
১) ছোট পুকুরে জলের গভীরতা কম হয় ফলে ছোট মাছ চাষ করতে হয় । আর এই ছোট মাছ খুব অল্প সময়ে বাজারে বিক্রি করা সম্ভব।
২) পুকুরের আয়তন কম থাকায় মাছের প্রজোনীয় খাদ্যে পরিমান কম লাগে । যা আপনার অনেক সাশ্রয় করবে ।
৩) ছোট পুকুরে সাধারনত শিঙি মাছ , শোল , ছোট জাতীয় মাছ চাষ করা উচিৎ । কারন এগুলি বাজার মূল্য বেশি ফলে । এই মাছ চাষের ফলে আপনি লাভবান হবেন।
৪)ছোট পুকুরে আপনি উপযুক্ত জৈবসার দিয়ে কম খরচে লাভবান চাষ করতে পারবেন।
Fish Farming in small pond
ছোট পুকুরে মাছ চাষ