শাড়ি পরে বাহুবলী, জানালেন ফিট থাকতে যোগ ব্যায়াম যথেষ্ট নয়

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Fitness enthusiast lady bahubali sharvari Inamdar

লড়াই ২৪ ডেস্ক : সুস্থ শরীরের অধিকারী কে না হতে চায়|তাই আজ স্ত্রী-পুরুষ নির্বিশেষে সবাই স্বাস্থ্য সচেতন |সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শৈলী চিকারার একটি ভিডিও |ওই ভিডিওতে তিনি শাড়ি পরে সিলিন্ডার দুই হাতে তুলে ব্যায়াম করছিলেন |এরপর শাড়ি পরে জিমে  ওয়ার্কআউট করে নেটিজেনদের মন জয় করলেন অন্য এক মহিলা |

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

৩৭ বছরের এই মহিলা বাহুবলী হলেন ড: শর্বরী ইনমদার |পেশায় একজন আয়ার্বেদিক ডাক্তার|তিনি পুনের বাসিন্দা|তিনি বলেন এখন মহিলারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন |কিন্তু কোন ধরনের ট্রেনিং তাদের শরীরের পক্ষে ভালো সেই সম্পর্কে অনেকেই জানেন না |তাদের সেই বিষয়ে আগ্রহী করে তুলতে তিনি এই ভিডিওটি বানিয়েছেন |

তিনি আরও জানান অনেক মহিলারা শরীর ফিট রাখতে মর্নিং ওয়াক ,যোগা করে থাকেন |সাথে সাথে ডায়েট করেন |কিন্তু একেবারে ফিট শরীর পেতে গেলে এগুলো যথেষ্ট নয়  |নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ড: শর্বরী বলেন তিনি নিজেও আগে কেবলমাত্র মর্নিং ওয়াক ,যোগা করতেন|তারপেরও নিজেকে পুরোপুরি ফিট অনুভব না করে স্বামীর পরামর্শে ওয়েট লিফটিং শুরু করেন|আগে পুলআপ,পুশআপ করতে সমস্যা হত |এখন তিনি অনায়াসে করতে পারেন|চারবার এশিয়া ওম্যান ওয়েট ট্রেনিং অ্যাওয়ার্ড শর্বরী পেয়েছেন |

বয়স বাড়ার সাথে সাথেই মহিলাদের হাড়ে দুর্বলতা ,অস্টিওপোরোসিসের সমস্যা দেখা যায় |এমনকি মেনোপোজের পরেও অনেক মহিলাদের হাড়ে ব্যথা-দুর্বলতার কথা শোনা যায় | ড: শর্বরী ইনমদার মতে ওয়েট লিফ্ট করলে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়|দুই সন্তানের মা শর্বরী তাই নিজের সমস্ত কাজ সামলেও প্রতিদিন সময়বার করে শরীর চর্চা করেন |

Fitness enthusiast lady bahubali sharvari Inamdar

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment