বাস ও পর্যটক বোঝাই গাড়ির মুখমুখি সংঘর্ষে গুরুতর জখম ৫ যাত্রী
দীঘা: নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও পর্যটক বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৫ জন যাত্রী। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দীঘাগামী (জয় বাবা বাসুকীনাথ)নামের একটি যাত্রীবাহী বাস দীঘা যাওয়ার সময় হঠাৎই হেঁড়িয়ার কাছে দীঘা থেকে আসা কলকাতাগামী একটি পর্যটক বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনার পর দুটি গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে ভেঙে যায়। তবে ঘটনা স্থানীয়দের নজরে আসা মাত্রই স্থানীয়রা ছুটে এসে জখম যাত্রীদের উদ্ধার করে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।